আইকোনিক ফোকাস ডেস্কঃ তারকাদের দুই পক্ষের মারামারির ঘটনায় স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের কর্মকর্তা অর্নিল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। এদিকে চিত্রনায়িকা রাজ রিপা অভিযোগ এনেছিলেন তাকে আঘাত করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগ বয়কট করলেন।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে অভিনেত্রী রাজ রিপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’কে আমি আগেই বয়কট করেছি কিন্তু ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’র মাঠে তাদের খেলতেই হবে, মাঠে মার খেয়েও না পেয়েছে কোনো বিচার, না করতে পেরেছে অপরাধীদের বিরুদ্ধে জিডি। জিডির কাগজ দেখতে চাওয়াতে বললো আমাকে দেওয়া যাবে না। আবার না বলেছে প্রেস মিডিয়ার সামনে সত্যিই কথাগুলো বলতে।
তিনি আরও লেখেন, আমি সত্যি কথা বলতে গেলে থামানো হয়েছে বারবার। ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ এ খেলার জন্য শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করে নিজের দল এখন দোষ চাপিয়ে দিচ্ছে এই ছোট্ট মেয়েটার দিকে। বাহ বাহ বাহ! আপনারা ভালোই পারেন। জীবনে যদি সুযোগ পাই শিমুল খান, শিশির সরদার, জয় চৌধুরী তাদের ছাড়া টিমলিডারসহ আমার দলের যত প্লেয়ারদের পাব সব কয়টার হাতে চুড়ি পরায় দেব। একটা ডিজিটাল রাজাকার। আমাকে নিয়ে একটা কেউ দেখলাম না প্রতিবাদ করতে, তাদের ক্যারিয়ার হারানোর এত ভয়ে আর মাঠে না খেলতে পরার ভয়ে।
আরও পড়ুনঃ কাকে মারতে চান পরীমণি
রাজ রিপা লেখেন, ‘মোস্তুফা কামাল রাজ’ খেলার মাঠে নিজের দলের জন্য ফাইট করে পুরুষত্বের পরিচয় দিয়ে জিতেছেন। আমিও জিতেছি আমার প্রতিবাদে। হেরে আমার দলের সততা ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ নিয়ে এটাই আমার লাস্ট পোস্ট। এখন সব দোষ আমার। আসল দোষীদের দোষ ঢাকার কৌশালটা ভালো ছিল। মা যেমন সন্তানকে আগলে রাখে আমিও তেমন আমার দলকে ভালোবেসে আগলে রেখেছিলাম। যেটা আমার সবচেয়ে বড় ভুল।