আইকোনিক ফোকাস ডেস্কঃ নতুন একটি সিনেমায় কাজ করার মধ্য দিয়ে ঈদের পর শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু তার আগেই একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের করোনা বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই এ বিজ্ঞাপনটি করেছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
সবচেয়ে ভালোলাগার বিষয় হলো, করোনায় লকডাউন শেষে আমি করোনা বিষয়ে সচেতনতামূলক একটি কাজ করার মধ্য দিয়েই কাজে ফিরলাম। শুধু শিল্পী নয়, একজন মানুষ হিসাবেও আমার দায়িত্ববোধের জায়গা থেকে এ ধরনের কাজে সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। এ কাজটির মাধ্যমে আমাদের দেশের পোশাক শ্রমিকরা করোনা বিষয়ে সচেতন হবেন বলে আমার বিশ্বাস।
এদিকে মৌসুমী কিছুদিনের মধ্যে নির্মলেন্দু গুণের শিশু কিশোর উপন্যাস ‘দেশান্তর’ অবলম্বনে একই নামে একটি সিনেমায় অভিনয় করবেন। এ ছাড়া তিনি মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’, আবু তাওহীদ হিরণের ‘সংশয়ী’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমার কাজ শুরু করবেন শিগ্গির।