ধারণা করা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে দলে ফিরবেন তারকা ব্যাটার ফখর জামান। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। আজ থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের। তাহলে কী আর জায়গা হচ্ছে না ফখরের। এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল; তখন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছেন ফখরের না থাকার কারণ।
দক্ষিণ আফ্রিকায় আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে রিজওয়ানের দল। দক্ষিণ আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জ মাথায় রেখে এই সিরিজে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম, পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহরা। যাদের নিয়ে বেশ আশাবাদী রিজওয়ান।
ফখরের না থাকা নিয়ে রিজওয়ান জানিয়েছেন, তিনি অসুস্থ বলেই নেই দলে। তার মতে, ‘ফখর জামানের সঙ্গে কারো ব্যক্তিগত কোনো সমস্যা নেই। নির্বাচকরা এবং সবাই জানে সে একজন ম্যাচ উইনার।’
দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানের অতীত পরিসংখ্যান ভালো না হলেও এবার আশাবাদী রিজওয়ান, ‘অতীতে আমরা কীভাবে পারফর্ম করেছি তাতে কিছু যায় আসে না। খেলোয়াড়রা অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়েতে ভালো পারফর্ম করেছে। বিদেশে খেলা সবসময়ই একটি পরীক্ষা, কিন্তু আমাদের খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখিয়েছে।’
দক্ষিণ আফ্রিকায় অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরা নিয়ে রিজওয়ান বলেন, ‘আমরা বড় ইভেন্টের জন্য সেরা দল গড়ার আশা করছি। বাবর আজম, শাহীন আফ্রিদি এবং নাসিম শাহের মতো সিনিয়র খেলোয়াড়দের দলে স্বাগত জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন আমাদের বোলারদের অনুকূলে থাকবে এবং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় দক্ষিণ আফ্রিকা দলকে কঠিন চ্যালেঞ্জ জানাবে।’