প্রয়োজনে অধিনায়ক তামিম নিজেই বসবেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল। এই ক্রিকেটারের অধীনে দল ওয়ানডে ফরম্যাটে দারুণ সফল। তামিমের নেতৃত্বে সর্বশেষ পাঁচ সিরিজে জয়ী দলের নাম বাংলাদেশ।

অধিনায়ক তামিম কেবল জয়ে সন্তুষ্ট থাকতে চাইছেন না। দলের বেঞ্চ শক্তিশালী করার পরিকল্পনাও করছেন। বিশেষ করে ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে দলের পাইপলাইন শক্ত করার জন্য নিয়মিত ক্রিকেটার ছাড়াও অন্যদের সুযোগ করে দেওয়ার পক্ষে তামিম।

অন্য ক্রিকেটারদের সুযোগ দিয়ে তৈরি করার লক্ষ্যে প্রয়োজনে নিজেই বিশ্রাম নেবেন বলেই জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালু হওয়ার পর থেকে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচই হারতে চায় না দলগুলো।

তবে সুপার লিগের বাইরে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নতুন ক্রিকেটারদের বাজিয়ে দেখার পরিকল্পনা অধিনায়ক তামিম এবং কোচ রাসেল ডমিঙ্গো দুইজনেরই। উইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ কিংবা আসছে জিম্বাবুয়ে সিরিজে তাই নতুন ক্রিকেটারদের মাঠে নামতে দেখা যেতে পারে।

Leave a Reply

Translate »