আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর ফের বিয়ে-সন্তান জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন টালিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তার ব্যক্তিজীবন নিয়ে কম জলঘোলা হয়নি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জাহান বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে কিছু আদর্শ থাকে। আমরা আমাদের সম্পর্ক ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমি বিতর্ক তৈরি করিনি, মানুষ আমাকে বিতর্কে জড়িয়েছে। অনেক ছোটবেলা থেকে আমাকে ‘বিতর্কিত’ ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে। প্রতিটি মিডিয়া হাউজ আমার বিতর্ক নিয়ে ব্যবসা করেছে। আমি মানছি যেকোনো জিনিস বিক্রি করতে হতে হলে তাতে মসলা প্রয়োজন। আমাকে যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য তবে সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও গিয়ে সেটা যদি ভীষণ ব্যক্তিগত হয়ে যায়, তখন থামতে হয়। এই জার্নালিজমটা সবাই ফলো করেন না।
পাই না। কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, সুপার ওম্যান না। আমি ১০০টা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, আবার নতুন ভুল করেছি। তারকাদের কাছে থেকে এতো প্রত্যাশা কেন? মানুষ কী ভাবছে নুসরাত আবার কী ভুল করবে সেখান থেকে আবার বিতর্ক তৈরি হবে? আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমি খুব সাধারণ জিনিস করি যা সবাই করে আর এর জন্য আমি কাউকে জবাব দেব না। যাদের জবাব দেওয়া দরকার, আমার বাবা-মা, পরিবারকে জবাব দেব। আর কাউকে নয়। যদি ভক্তদের সঙ্গে কিছু ভুল করি তাহলে তাদের জবাব দেব। তাদের ঠকাব না। আমি কখনো মিথ্যা কথা বলিনি, কিছু লুকাইনি।