আইকোনিক ফোকাস ডেস্কঃ মার্কিন মুলুকে ভারতীয় খাবারের স্বাদ পৌঁছে দিতে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নিউইয়র্কে ‘সোনা’ নামে নতুন একটি রেস্তোরাঁ খুলেছেন তিনি।
জানা গেছে, নায়িকার রেস্তোরাঁয় সবচেয়ে কম দামি খাবার হলো শিঙাড়া। এক প্লেটে ৪টি শিঙাড়া থাকে, যার দাম ১২ ডলার বা ১ হাজার ১১০ টাকা। এক প্লেট ফুচকার দাম ১৪ ডলার বা ১২৯৫ টাকা। এখানে খাবারের দামই শুরু হয় ১২ ডলার থেকে। এই রেস্তোরাঁয় সবচেয়ে বেশি বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে চিংড়ির পাকোড়া ও চাটনি।
এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ব্যবহৃত তৈজসপত্রের দাম শুনলেও চোখ কপালে উঠবে। তার জিনিসপত্রের দাম এতই বেশি যে, সোশ্যাল মিডিয়ায় সেগুলো নিয়ে ট্রোল হচ্ছে।
জানা গেছে, নায়িকার রেস্তোরাঁয় ব্যবহৃত টেবিলক্লথের দাম প্রায় ৩১ হাজার টাকা। এছাড়াও একটি চায়ের কাপ ও প্লেটের দাম ৫ হাজার ৩০০ টাকা। চাটনি রাখার ছোট (৬টি) পাত্রের দাম ১৫ হাজার টাকা।