আইকোনিক ফোকাস ডেস্কঃ পুলিশের দুজন কর্মকর্তা হেলমেট না পরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। হেলমেট নেই কেন জানতে চান স্থানীয় সাংবাদিক। প্রশ্নের উত্তর না দিয়েই চড়-থাপ্পড় মেরে বসেন তারা। নিজেকে সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আহত সাংবাদিক।ঘটনাটি ঘটেছে সোমবার (৭ ফেব্রুয়ারি) আসামের বাসুগাঁও নাকম এলাকায়।
আসামে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তারা এর অপব্যবহার করছে বলে মন্তব্য করেন আহত সাংবাদিক জয়ন্ত দেবনাথ। তিনি বলেন, তারা দিনের আলোতেই আমাকে হেনস্তা করেছে। যদি এই ঘটনা রাতে হতো তাহলে তারা (পুলিশ) আমাকে গুলি করে মেরেই ফেলত। তাদের আচরণে আমি স্তম্ভিত।
আমার অপরাধ হয়েছে, আমি তাদের প্রশ্ন করেছিলাম আপনারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছেন কেন, আপনাদের এমন কর্মকাণ্ড সাধারণ নাগরিকদের কী শিক্ষা দেবে?