আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রন নিয়ে নিয়েছে ম্যাচের। প্রথম পাওয়ার প্লে’তে দুই ওপেনারকে ড্রেসিংরুমের পথ দেখান মুস্তাফিজ, মাহেদী হাসান। ৬ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান।
দলীয় ১২ রানে মুস্তাফিজের বল অন সাইডে তুলে মারতে গিয়ে মুশফিকের তালু বন্দী হয় এভিন লুইস (৬)। স্কোর বোর্ডে আর ৬ রান যোগ করে মাহেদীর বলে ক্লিন বোল্ড হয়ে ফিরেন ইউনিভার্স বস ক্রিস গেইল। ইনিংসের সপ্তম ওভারে নিজের বলে নিজেই রোস্টন চেজের ক্যাচ ছাড়ার পরের বলে ৯ রান করে মাহেদীর দ্বিতীয় শিকার হন শিমরন হেটমায়ার।
বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ , মুস্তাফিজুর রহমান
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, রবি রামপল, আন্দ্রে রাসেল, রোস্টন চেজ , আকিল হোসেন, জেসন হোল্ডার।