প্রথমবার ফোক গানে শেখ সাদী

আইকোনিক ফোকাস ডেস্কঃ তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদীর গানে মুগ্ধ শ্রোতারা। ইতোমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে বাড়ছে তার দায়িত্বের পাল্লা। আর তাই ভিন্ন ঘরানার গানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই গায়ক। প্রথমবারের মতো কণ্ঠে তুলেছেন ফোক গান।

‘ওপরে ওপরে মিঠা, ভেতরে সর্ব তিতা-ক্ষণে ক্ষণে, জনে জনে বিলাইয়া দেয় মন-ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ…’ এমনই কথায় নিজের প্রথম ফোক গান নিয়ে হাজির হয়েছেন শেখ সাদী। ‘বন্ধুর আচরণ’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন শামরান আহমেদ মিলন এবং সংগীতায়োজনে ছিলেন রেমো বিপ্লব।

শেখ সাদী জানান, ‘ফোক হচ্ছে বাংলা গানের প্রাণ। ফোক গান পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। সেই কলের গানের সময় থেকেই স্পর্শ কাতরতায় ফোক গানের স্থান ছিল তুঙ্গে। হৃদয়ের টান থেকেই ফোক গান নিয়ে হাজির হলাম। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারাই আমাকে নতুন গানের অনুপ্রেরণা জোগায়। আশা করি, নতুন গান এবং ভিডিও সবার ভালো লাগবে।

Leave a Reply

Translate »