আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রথমবারের মতো একসঙ্গে পর্দা শেয়ার করবেন সাইমন সাদিক ও শবনম বুবলী। খ্যাতনামা নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাদর’-এ নিজেদের কেমিস্ট্রি জমাবেন ঢালিউডের এই নতুন জুটি।
সরকারি অর্থায়নে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বিএফডিসি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন সাইমন ও বুবলী। তাদের সঙ্গে ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু।
সাইমন-বুবলী ছাড়াও ‘চাদর’-এ অভিনয় করবেন রাশেদ মামুন অপু এবং মনিরা মিঠু প্রমুখ। তারাও এই চুক্তি স্বাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।
পরিচালক জাকির হোসেন রাজু জানান, সরকারি অনুদানের সিনেমার প্রতি আমার দায়বদ্ধতা একটু বেশি। সবসময় দেশ ও জাতির সামনে ইতিবাচক বিষয় তুলে ধরি। এবারও তার ব্যতিক্রম হবে না।