আইকোনিক ফোকাস ডেস্কঃ পার ক্লাসিকো, মানে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দ্বৈরথ। ফুটবল বিশ্বের পরম আরাধ্য এ দ্বৈরথ আগের চেয়ে ঔজ্জ্বল্য হারিয়েছে। তবে এখনো ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে উত্তেজনার রেণু ওড়ে ফুটবল বিশ্বে। আরেকটি সুপার ক্লাসিকো হতে যাচ্ছে আজ রাতে। এ ম্যাচের আগে কি ব্রাজিল দলে প্রতিশোধের আগুন জ্বলছে! সেটি জ্বলতেই পারে। সর্বশেষ লড়াইয়ে যে ব্রাজিল হেরে গেছে আর্জেন্টিনার কাছে। তাও আবার নিজেদের দেশে কোপা আমেরিকার ফাইনালে।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিল খেলিয়েছিল পূর্ণ শক্তির দল। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে এ ম্যাচের আগে পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না তারা। ইংল্যান্ডের কোয়ারেন্টিন জটিলতার কারণে অনেক ক্লাবই করোনাভাইরাস এ মহামারির সময়ে তাদের খেলোয়াড় ছাড়েনি। লিভারপুলের গোলকিপার আলিসন ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসসহ গুরুত্বপূর্ণ নয়জন খেলোয়াড়কে এ ম্যাচে পাচ্ছেন না ব্রাজিল কোচ তিতে।
সুপার ক্লাসিকোয় নামার আগেই অনেকটা দুর্বল হয়ে পড়েছে ব্রাজিল। এর ওপরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারও ছন্দে নেই। ছুটি কাটিয়ে পিএসজির হয়ে মাঠে ফেরার ম্যাচে খুব একটা আলো কাড়তে পারেননি। নেইমার নিষ্প্রভ ছিলেন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সর্বশেষ জেতা ম্যাচেও। অন্যদিকে দুর্দান্ত ছন্দে আছে লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজদের আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপা-খরা কাটানো আর্জেন্টিনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থেকে খেলতে নামছে এ ম্যাচ।
কিন্তু সাও পাওলোর করিন্থিয়ানসের মাঠে খেলতে নামার আগে বারবোসা তবু আত্মবিশ্বাসী, ‘আমাদের ভালো খেলতে হবে। নিজেদের খেলাটা উপভোগ করতে হবে। আর জয় আমাদের পেতেই হবে।’ এবারের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত হওয়া ৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ব্রাজিল। ৭ ম্যাচের একটিতেও না হারা দলটির পয়েন্ট ২১। অন্যদিকে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। পয়েন্ট তালিকার এ চেহারাই হয়তো বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে বারবোসা আর তাঁর সতীর্থদের।