করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ দেশের একটি লাতিন আমেরিকার পেরু। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত আর মেক্সিকোর পর কোভিডে সর্বাধিক প্রায় দুই লাখ মৃত্যু দেখেছে দেশটি। এই সংকটও দেশটিতে একসঙ্গে শত শত বিয়ে আটকাতে পারেনি।
রাজধানী লিমায় এক অনুষ্ঠানে একসঙ্গে বিয়ে হয়েছে দুইশ জুটির।
ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন খোদ রাজধানী লিমার মেয়র হোর্হে মুনোজ। তবে দম্পতিদের বিয়ের আসরে উপস্থিত হওয়ার জন্য বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করাতে হয়েছিল।
ওই গণবিয়েতে সবচেয়ে বেশি বয়সী ৮৭ বছরের ওলগা ভেলাসকুয়েজ লরেনসিনো বিয়ে করেছেন ৮২ বছরের সান্তিয়াগো লয়োলা সিফুন্তেসকে। আর সর্বকনিষ্ঠ ১৯ বছরের জুডিথ আগুর্তোর বিয়ে হয়েছে ২৪ বছরের মার্কো রোবলেসের সঙ্গে।