আইকোনিক ফোকাস ডেস্ক: কাজের সুবাদে প্রায়ই কলকাতায় যেতে হয় জয়া আহসানকে। এবারের দুর্গা পূজায় সেখানেই আছেন তিনি। উৎসবের এই সময়টা কীভাবে কলকাতায় কাটাবেন, তা নিজের লেখনীতে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
পূজার চারদিন নিজের মতো করে কলকাতায় কাটাবে জয়া। আনন্দবাজার পত্রিকায় তিনি লেখেন, ‘আমার পূজা মানেই আড্ডারূপেণ সংস্থিতা! বন্ধুদের বাড়ি যাওয়া, মন খুলে কথা, হাসাহাসি। পূজায় বেশকিছু বন্ধুর বাড়ি যাওয়ার নিমন্ত্রণ ইতোমধ্যেই পেয়ে গিয়েছি। তাই কোথায় আড্ডা দেবো, তা নিয়ে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। ’
‘বিসর্জন’খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘পেটপূজা ছাড়া আবার আড্ডা হয় নাকি! আমি খুবই খাদ্যরসিক। অভিনয় করলেও খাওয়া-দাওয়ায় কোনো রকম বিধিনিষেধ নেই। যখন যা ইচ্ছে, তাই খেয়ে নিই। পূজাতেও ভালোমন্দ খাবার চাই-ই চাই! যেদিন যে বন্ধুর বাড়িতে ভালোমন্দ রান্নাবান্না হবে, সেদিন সেখানেই গিয়ে হাজির হবো। তবে দিনভর যা-ই খাই, যতই খাই, শেষ পাতে মিষ্টি লাগবেই আমার। ’
উৎসব উপলক্ষে শাড়ির পাশাপাশি অন্য পোশাকও পরতে চান জয়া। ঘুরে ঘুরে দেখতে চান কলকাতার পূজার সাজ।