দেশে চলমান কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর হয়েছে আগামী ১০ আগস্ট পর্যন্তু। আর কারণে ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া গণটিকা কার্যক্রম এক সপ্তাহ পেছান হলো।
বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর কারণে আগামী ১৪ই আগস্ট থেকে শুরু হবে গণটিকা কার্যক্রম। তবে ৭ তারিখে হবে পরীক্ষামূলক টিকাদান।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনের কারণে পরিবহনে সমস্যা। তাই ৭ তারিখ রান টেস্ট, আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু। ভ্যাকসিনেশনের এই ক্যাম্পেইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন।
এর আগে বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছিলেন, সারাদেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়েও আমরা টিকা কর্মসূচি চালু করছি। এ লক্ষ্য আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।