পীরজাদা হারুনের নামে মানহানির মামলা করবেনঃ হিরো আলম

আইকোনিক ফোকাস ডেস্কঃ গেল ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে পারেননি হিরো আলম। এমনকি গতকাল (৩০ জানুয়ারি) ১৭ সংগঠনের আন্দোলনে শামিল হলেও তাকে অপমান করে বের করে দেন পরিচালক শাহীন সুমন। এতে তার সম্মানহানি ঘটেছে। সবকিছুর জন্য নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে দায়ী করেছেন এবং তার বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে ঘোষণা দিয়েছেন হিরো আলম।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নির্বাচনের দিন অনেক সাংবাদিক ভাইসহ আমাকেও অনেক কষ্ট দিয়েছেন, অসম্মান করেছেন ওই পীরজাদা হারুন। আমি তার নামে মামলা করব, করতে চাই।’

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের জন্যই ভোটের দিন পরিচালক, প্রযোজকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। তার কারণেই আজ আমাদের নিজেদের মধ্যে কলহ তৈরি হয়েছে। তার মতো মানুষ এফডিসিতে থাকলে চলচ্চিত্রের ক্ষতি ছাড়া লাভ হবে না। তার এফডিসিতে নয়, জেলখানায় থাকা উচিত। ভোটের দিন আমার সঙ্গে যা ঘটেছে, তাতে আমার সম্মানহানি হয়েছে। আমি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মানহানি মামলা করব।

Leave a Reply

Translate »