ফ্রান্সের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট লিগ ওয়ানে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আজ শনিবার (১৪ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দলটি। এ ম্যাচেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অভিষেক হতে পারে। স্ট্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছেন মেসি। ক্যারিয়ারের ১৭ মৌসুম বার্সেলোনায় ফেলে এসে এবারই প্রথম অন্য কোন ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন অধিনায়ক। বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে ৬৭২টি গোল করেছেন মেসি। এছাড়া করেছেন ৩০৫টি অ্যাসিস্ট, অর্জন করেছেন ৩৫ ট্রফি। এখন এ সবই মেসির পুরোনো অধ্যায়। আজ নতুন ক্লাবে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় সময়ের সেরা এই ফুটবলার।
ফ্রান্সে নতুন স্বপ্নযাত্রায় পুরানো সতীর্থ ও বন্ধু নেইমারকে পাশে পাচ্ছেন মেসি। আছেন স্পেনের চরম প্রতিদ্বন্দ্বী সার্জিও রামোসও। এর সঙ্গে থাকবেন এমবাপ্পে-ডি মারিয়াদের মতো তারকারা। সবাইকে একসঙ্গে মাঠে দেখতে মুখিয়ে আছেন ফুটবল ভক্তরা।
অবশ্য লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে পিএসজির দ্বিতীয় ম্যাচেই নেইমার-এমবাপ্পে-মেসি ত্রয়ীকে দেখার সম্ভাবনা কম। দলের সঙ্গে মানিয়ে নিতে মেসিকে আরো সময় দিতে চান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। ফলে তিন তারকাকে একসঙ্গে দেখতে আরেকটু অপেক্ষা করতে হতে পারে।