বিনোদন ডেস্ক: নিয়ামুল মুক্তা পরিচালিত কাঠবিড়ালী সিনেমায় এমনই একটি দৃশ্যে দেখা যায় তাদের। গ্রামীণ পরিবেশে তৈরি এই সিনেমা ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।
কাঠবিড়ালী সিনোমায় গ্রামকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু গ্রাম নয় চমৎকার একটি গল্প নিয়ে তৈরি এই সিনেমা। চিলেকোঠা ফিল্মস’ এর প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিয়ামুল হাসান মুক্তা নিজে।
কাঠবিড়ালী’তে প্রেম, দাম্পত্য কলহ, একটি খুন ও খুনের রহস্যভেদের গল্প চিত্রিত হয়েছে। কাঠবিড়ালী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া এবং চলচ্চিত্রে অভিষিক্ত আসাদুজ্জামান আবীর। পরিচালক হিসেবে এটা নিয়ামুল হাসান মুক্তা’র প্রথম চলচ্চিত্র।
নদী, জমি, বাড়িঘর, গাছপালার পাশাপাশি পাটক্ষেতে কাঠবিড়ালীর একটি দৃশ্য রাখেন পরিচালক। যেখানে আবীর এবং স্পর্শিয়া রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন।
মেহেদী নামে একজন আইকনিক ফোকাসকে জানান, পাটক্ষেতের দৃশ্যের টপ ভিউ থেকে নেয়া ড্রোন শটটি অসাধারণ লেগেছে। এটা স্বাভাবিক ঘটনা যে, গ্রামে এরকম ভাবেই প্রেমিক-প্রেমিকারা দেখা করে থাকেন।
নিয়ামুল মুক্তার বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায়, এই চলচ্চিত্র নির্মাণের জন্য দুইটি শহরের ও একটি গ্রামীণ প্রেক্ষাপটের গল্প বাছাই করেছিলেন। গল্প তিনটির মধ্যে স্বল্প বাজেটের নির্মাণের উপযোগী গ্রামীণ গল্প নির্বাচন করা হয়। নিয়ামুল হাসান মুক্তার উপস্থাপিত গ্রামীণ কাহিনী অনুযায়ী মুহাম্মদ তাসনিমুল হাসান তাজ কাঠবিড়ালীর চিত্রনাট্য লিখেন। ২০১৬ সালের মধ্যবর্তী সময় চিত্রনাট্যের প্রধান দুই চরিত্র কাজল ও হাসুর জন্য অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীরকে অভিনয়ের জন্য মনোনীত করা হয়। স্পর্শিয়া ও আবীর, অভিনয়ের পাশাপাশি এই চলচ্চিত্রের সহকারী পরিচালকের কাজ করেছেন।