পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা

আইকোনিক ফোকাস ডেস্কঃ অপেক্ষার পালা শেষ হলো। এহসান মানি যুগের অবসান ঘটল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা।

 

সোমবার লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষ সভায় পাক দলের সাবেক অধিনায়ককে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি। 

 

এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে রমিজ রাজাকে পিসিবির বোর্ড অব গভর্নর হিসেবে মনোনীত করা হয়। এর পরবর্তী ধাপই মূলত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া। সেই প্রক্রিয়া অনুসরণ করেই  চেয়ারম্যান হলেন রমিজ। 

 

দীর্ঘ তিন বছর ধরে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। গত ২৬ আগস্ট  পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক পাকিস্তানি বোলারের। এরপরই এক সময়ের সতীর্থ রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার প্রস্তাব দেন ইমরান খান।

Leave a Reply

Translate »