আইকোনিক ফোকাস ডেস্কঃ মানিলন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দিল্লিতে টানা পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় শ্রীলংকান এ সুন্দরীকে। তবে মামলাটিতে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবে জেরা হয়েছে অভিনেত্রীকে।
জানা গেছে, চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্র শেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্যই জ্যাকলিনকে সোমবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইডি কর্মকর্তা জানান, জ্যাকলিন অর্থপাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং সে জন্য তাকে একটি চলমান মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাত্র কয়েক মাস আগেই মুম্বাইয়ে ১৭৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন জ্যাকলিন। বর্তমানে প্রেমিকের সঙ্গে সেখানেই থাকছেন তিনি। প্রসঙ্গত দিন কয়েক আগেই অভিনেত্রী ইয়ামি গৌতমকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি কর্মকর্তারা।