আইকোনিক ফোকাস ডেস্কঃ আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলছে তারকাদের প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিএফডিসিতে শিল্পীসহ বহু মানুষের আনাগোনা বেড়েছে। দুটি প্যানেলে এবার নির্বাচনে লড়ছে মিশা-জায়েদ প্যানেল ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। এই দুই প্যানেলে শিল্পীরা একে অন্যকে দোষারোপ করেই যাচ্ছে। যা সম্প্রতি সবার নজরে এসেছে।
প্রচারণার মধ্যেই আলোচনায় এসেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির নাম। গতবারের শিল্পী সমিতির প্যানেলের সদ্যসরা পরিমণির ওপর অন্যায় করেছে বলে দাবি করেছেন চিত্রনায়ক আলমগীর।
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে মঙ্গলবার ২৫ জানুয়ারি সব প্রার্থীদের সঙ্গে পরিচিতি সভার ঘোষাণা দেওয়া হয়েছিল। দুপুর ৩টা পর শুরু হয় এই সভা। এই সভায় প্যানেলের পক্ষে সব সদস্যই উপস্থিত ছিলেন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সিনিয়র এই নায়ক। তার বক্তব্যে বলেন, ‘১৮৪ জন সদস্যকে নাকি আমরা বাদ দিয়েছি! কিন্তু উপদেষ্টা পরিষদের কাউকে কি বাদ দেওয়ার অধিকার আছে? এটা হলো কার্যনির্বাহী পরিষদের কাজ।
প্রচারণামূলক বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমরা যখন ইন্টারভিউ নিই তখন একটি হাজিরা কাগজ হয়। সেখানে আমরা সই দিয়েছি। এখন সেই সইটাকে তারা টেম্পারিং করে বলছে- তাদের সই রেখেই আমরা বাদ দিয়েছি। মিথ্যার একটা সীমা থাকা দরকার।’
এবারের এই নির্বাচনে পরীমণি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে প্রার্থী হলেও শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন। শারীরিক অসুস্থতার কারণ সে সময় জানিয়েছিলেন এই অভিনেত্রী।