পরিবর্তিত সূচিতে বাংলাদেশের বিশ্বকাপ পর্ব দেখে নিন

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আয়োজন শুরু হতে আর মাত্র ৫৬ দিন বাকি। তবে শেষ সময়ে এসে বিশ্বমঞ্চের ৯ ম্যাচের সূচিতে বদল এসেছে। এর মধ্যে বাংলাদেশের তিনটি ম্যাচেও পরিবর্তন এসেছে। পরিবর্তিত সূচিতে বাংলাদেশের দুটি ম্যাচ একদিন করে এগিয়েছে। আর এক ম্যাচের খেলার সময়ে পরিবর্তন এসেছে। তবে কোনো ম্যাচেরই ভেন্যু বদলানো হয়নি।

আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে। দিবারাত্রির এই ম্যাচের পর দুইদিন বিরতি পাবেন সাকিব-শান্তরা।

চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের পরের ম্যাচে একই মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ড। পূর্ব সূচি অনুযায়ী, এই ম্যাচটি দিবারাত্রির ম্যাচ হবার কথা ছিল। কিন্তু পরিবর্তিত সূচিতে ম্যাচটিকে দিনের বেলায় রাখা হয়েছে। টাইগারদের তৃতীয় ম্যাচের সূচিতেও পরিবর্তন এসেছে। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ১৩ অক্টোবর। এই ম্যাচটিও দিবারাত্রির।

আরো পড়ুনঃভারতের পরই বাংলাদেশের অবস্থান

লাল-সবুজের পরের ম্যাচ পুনেতে, ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে। এরপর মুম্বাইয়ে যাবে টিম টাইগার্স। সেখানে ২৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে।

এরপর কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সাকিব-তামিমরা। আর ৩১ অক্টোবর খেলা হবে পাকিস্তানের সঙ্গে।

কলকাতা পর্ব শেষে টাইগারদের পরের ম্যাচ দিল্লিতে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি মাঠে গড়াবে ৬ নভেম্বর।

শেষ ম্যাচের জন্য আবারও পুনেতে আসবে লাল-সবুজেরা। পরিবর্তিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটি হবে ১১ নভেম্বর।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। আর আইসিসির মেগা এই ইভেন্টের ফাইনাল হবে ১৯ নভেম্বর।

প্রতিপক্ষভেন্যুতারিখসময়
বাংলাদেশ – আফগানিস্তানধর্মশালা৭ অক্টোবরসকাল ১১টা
বাংলাদেশ – ইংল্যান্ডধর্মশালা১০ অক্টোবরসকাল ১১টা
বাংলাদেশ – নিউজিল্যান্ডচেন্নাই১৩ অক্টোবরদুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ – ভারতপুনে১৯ অক্টোবরদুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ – দক্ষিণ আফ্রিকামুম্বাই২৪ অক্টোবরদুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ – নেদারল্যান্ডসকলকাতা২৮ অক্টোবরদুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ – পাকিস্তানকলকাতা৩১ অক্টোবরদুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ – শ্রীলঙ্কাদিল্লি৬ নভেম্বরদুপুর ২টা ৩০ মিনিট
বাংলাদেশ – অস্ট্রেলিয়াপুনে১১ নভেম্বরসকাল ১১টা

Leave a Reply

Translate »