আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘পরাণ’ সিনেমার সাফল্যের মধ্যেই প্রতি মাসে দুটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিলেন এর প্রযোজক ও লাইভ টেকনোলজিসের ডিরেক্টর তামজীদ অতুল।
তিনি বলেন, দিনকে দিন ‘পরাণ’র সেল আরও বাড়ছে এবং এই ক্রম ধারাবাহিক সফলতায় আমরা উজ্জীবিত। প্রত্যেক বছর, লাইভ টেকনোলজিস দুটি সিনেমা থিয়েটারে রিলিজ দেবে। আমাদের মনে হচ্ছে, মিনিমাম আরও ৮ সপ্তাহ এইভাবে ‘পরাণ’ চলবে। সব বয়সের মানুষ সিনেমাটি এনজয় করছে। উপচেপড়া দর্শক এখনও প্রমাণ করেন, আমাদের মিম-রাজ-ইয়াশদের এবং আমাদের দেশের গল্পই খুব পছন্দ করে।
তিনি আরও বলেন, বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, নাসিরুদ্দিন খান, ইয়াশ, রাশেদ মামুন অপু দুর্দান্ত অভিনয় করেছেন। মিছিল সাহার ক্যামেরার কাজ ও জাহিদ নীরবের সুর- দুর্দান্ত, দুর্দান্ত এবং দুর্দান্ত! অভিনন্দন পরিচালক রায়হান রাফীকে, আর্টিস্টদের প্রপার ইউটিলাইজেশনের জন্য!