আইকোনিক ফোকাস ডেস্কঃ ‘পরাণ’-এ মজেছে দর্শক। ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করেছে সিনেমাটি। দর্শকের আগ্রহে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হল সংখ্যা। মুক্তির মাস পেরিয়ে এখনও প্রেক্ষাগৃহে পরাণের দর্শকের উপচেপড়া ভিড়। এক শো শেষ না হতেই পরবর্তী শো’র জন্য দর্শকের লম্বা লাইন লেগে থাকছে।
৮ম সপ্তাহে এসেও পরাণের টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে। এমনটা জানালেন সিনেমাটির অভিনেতা শরীফুল রাজ। শুক্রবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, “জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকেট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা ‘পরাণ’ এর অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকেট কেটে সিনেমা দেখতে হল। সাথে পরাণের পরিচালক রায়হান রাফি।”
ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মুখে মাস্ক থাকায় ব্ল্যাকার থাকে চিনতে পারেন নি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলের মধ্যে ঢুকে গেলেন তারা। যদিও বিষয়টি মজার ছলে করেছেন তারা।