পদে আসতে চাইলে আরও ৫-৭ বছর আগেই পারতামঃ আলমগীর

আইকোনিক ফোকাস ডেস্কঃ গেল ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ১৭টি সংগঠনের কাউকেই এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে সংগঠনগুলোর সদস্যরা। এর পর থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন তারা।

আন্দোলনরত নির্মাতা, প্রযোজক ও সিনেমা সংশ্লিষ্টরা এফডিসির নতুন সভাপতি হিসেবে অভিনেতা আলমগীরকে নিযুক্ত করতে চাইছেন। এ বিষয়ে নিজের অবস্থান ও বক্তব্য পরিষ্কার করেছেন নায়ক আলমগীর।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সাংবাদিকদের আলমগীর বলেন, আমি মনে করি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা আমার নেই৷ এই পদে আসতে চাইলে আরও ৫-৭ বছর আগেই পারতাম। ওয়াসীমুল বারী রাজীব, পীযূষ বন্দ্যোপাধ্যায়রা এফডিসির দায়িত্ব নিয়েছেন৷ তারা কি এফডিসিকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছিলেন? আজ দেখুন আমি তাদের সমালোচনা করছি৷ তিন বছর পর আপনারা আমার সমালোচনা করবেন।

Leave a Reply

Translate »