অনুমতি ছাড়া ছবি মক্তি দেয়া নিয়ে ইতি মধ্যে আলোচনায় ‘ন ডরাই’। এ নিয়ে প্রযোজক সমিতি থেকে দেয়া হয়েছে নোটিশও। এবার অভিযোগ ধর্মীয় অনুভূতিতে আঘাতের। এ অভিযোগে ‘ন ডরাই’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। এই আইনি নোটিশ প্রসঙ্গে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালকের কোন মন্তব্য পাওয়া যায়নি।
বুধবার জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ছবিটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু ও চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত বরাবর চলচ্চিত্রটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
ছবিটি গত ২৯ নভেম্বর দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘সার্ফিং’ নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ছবিটির মূল চরিত্রের নাম আয়শা। যিনি শত প্রতিকূলতা অতিক্রম করে সার্ফিং করেন। এতে আয়শা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।