নিপুণ বা জায়েদ যেই হোক না কেন আদালতের নির্দেশনা অমান্য করা যাবে নাঃ ডিপজল

আইকোনিক ফোকাস ডেস্কঃ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে এখন আইনি লড়াই চলছে। গত ৯ ফেব্রুয়ারি আদালত এ পদে স্থিতাবস্থা জারি করেন। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জায়েদ ও নিপুণ কেউই এ পদে দায়িত্ব পালন করতে পারবে না।

গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নিপুণ শিল্পী সমিতির অফিস খুলে সেখানে গিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন। এমনকি নিপুণ নিজের নাম লিখে সাধারণ সম্পাদকের নেমপ্লেটও সামনে নিয়ে বসেন। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্রাঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।

অনেকে বলছেন, আদালতের নির্দেশনা সত্ত্বেও নিপুণ এ কাজ করল কীভাবে? তিনি কি আদালতের নির্দেশনা অমান্য করলেন?

এ ব্যাপারে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আইন সবার জন্য সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত নিপুণ বা জায়েদ যেই হোক না কেন, আদালতের নির্দেশনা অমান্য করা উচিত নয়।

Leave a Reply

Translate »