নিপুণের বিরুদ্ধে জায়েদের নতুন পদক্ষেপ

আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুনানির এ দিন ধার্য করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালতে নিপুণের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

এদিকে আদালতের শুনানি শেষে নানা বিষয় নিয়ে বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিপুণ। সেখানে তিনি তার মামলার বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নিয়ম মেনেই আমি যে পদে আছি সে পদেই বহাল থাকব। সেটা চলমান শুনানি। এ ছাড়াও তিনি আরও নানা বিষয়ে কথা বলেন।

অন্যদিকে, নিপুণের এই সংবাদ সম্মেলন শেষ হলে জায়েদ খানও একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তার আইনজীবী বলেন, ‘আমরা মনে করি সাধারণ সম্পাদকের চেয়ারে বসে নিপুণ আদালত অবমাননা করেছেন।’

Leave a Reply

Translate »