আইকোনিক ফোকাস ডেস্কঃ গত কয়েক মাস ধরে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ লিটন দাস। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন খোলস বন্দী। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি লিটন। ঘরের মাঠের এই সিরিজে দল থেকে বাদ পড়া রীতিমতো শাপে বর হয়েছে তার জন্য।
ছয় বছর পর টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন লিটন কুমার দাস। টেস্টের অভিজাত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে মেইডেন সেঞ্চুরি পেলেন এই উইকেটপিকার ব্যাটসম্যান।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে লিটন বলেন, টি-টোয়েন্টিতে যেজন্য আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, হয়তো সেটারই ফলাফল এই শতক। হয়তো তারা ভেবেছিলেন, আমি যেন টেস্ট ক্রিকেটে ভালো করি, এজন্য টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দিয়েছিলেন। তবে এর পেছনে আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল।
তিনি আরও বলেন, আমি আর মুশফিক ভাই যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলে ৪০০-৪৫০ রান হতো। ম্যাচের চিত্রটাও ভিন্ন হতো। পরে যদি বোলিংয়ে ওদের ২-৩ উইকেট নিতে পারতাম, তাহলেও ভিন্ন কিছু হতে পারত। তবে এখনো খেলা দুই দলের দিকেই আছে।