আইকোনিক ফোকাস ডেস্কঃ বগুড়ার সন্তান আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামেই পরিচিত। নানা আলোচনা-সমালোচনা তাকে নিয়ে চলতেই থাকে। তবুও অভিনয়, প্রযোজনা, গান নিয়ে নিয়মিত তিনি নিজের মতো করে তার পথ চলছেন। কয়েকদিন আগে আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
এবার হিরো আলম জানান, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বছরে আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ কমপ্লিট হয়ে আছে। কিন্তু করোনার কারণে সিনেমা হলে রিলিজ দিতে সাহস পাচ্ছি না। আর সারা দুনিয়া আবার ঘরবন্দি জীবনে চলে যাচ্ছে। আমাদের দেশে আবার বিধিনিষেধের সিদ্ধান্ত এসেছে। তাই চিন্তা করে দেখলাম কীভাবে কাজগুলো রিলিজ দেওয়া যায়।
সেই ভাবনা থেকেই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। কারও কাছে যাব না। নিজের কাজ নিজে রিলিজ দেব। যার ইচ্ছে হবে দেখবে। ওটিটি প্ল্যাটফর্মের নাম এখনও ঠিক হয়নি। শিগগিরই নাম ঘোষণা করবেন বলে জানান হিরো আলম।