আইকোনিক ফোকাস ডেস্কঃ তরুণ প্রজন্মের নৃত্যশিল্পী, মডেল ও উপস্থাপিকা বারিশ হক। জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে নিজেকে মেলে ধরছেন শোবিজে। পরিচিতিও পেয়েছেন বেশ। প্রতিনিয়ত নিজেকে তৈরি করছেন নতুন রুপে। ব্যস্ততার মধ্যেও মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। এদিকে বিদ্যানন্দের হয়ে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) প্রায় ১ হাজার মানুষের ইফতার দিয়েছেন বারিশা হক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতে চেয়েছিলাম এবং বিদ্যানন্দের মাধ্যমে সেটা করেছি। বিনা পারিশ্রমিকে ওদের নিয়ে একটা লাইভও করে দিয়েছি। এরই মধ্যে নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেও বিদ্যানন্দের মাধ্যমে তাদের পাশে দাঁড়াব।’
তিনি আরও বলেন, ‘বিদ্যানন্দের ‘সবাই মিলে বাংলাদেশ’ প্রজেক্ট খুবই সুন্দর একটি আয়োজন। প্রতিদিন এখানে ১ হাজার মানুষের ইফতার করানো হয়। আমি বলেছিলাম আজকের সম্পূর্ণ ইফতার আমি করাব। আমার স্বামী দেশে নেই, ওমরাহ হজ করতে গিয়েছেন। সেখানেও প্রতিদিন ১০০ জন মানুষকে ইফতার করান। তার স্ত্রী হিসেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।