আইকোনিক ফোকাস ডেস্কঃ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের সেরা আম্পায়ার নাদির শাহ। রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান নাদির শাহ (ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
নাদির শাহ আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন নাদির শাহ। গত দুই বছর ধরে এই দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। বেশ কয়েকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসাও নেন। কিন্তু সুস্থ হননি।
গত কয়েক দিন আগে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটে যে, তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।
দুর্দান্ত লেগ স্পিনার ছিলেন। ব্যাটিংও পারতেন টুকটাক। ক্রিকেটকে ভালোবেসে অবসরে গিয়েও ২২ গজের মাঠ ছাড়েননি। আম্পায়ারিং শুরু করেন। একসময় হয়ে উঠেন দেশের এক নম্বর আম্পায়ার।
শেষবার তাকে আম্পায়ার হিসেবে মাঠে দেখা গেছে ২০১৯ সালের অক্টোবরে, মিরপুরে জাতীয় লিগের ম্যাচে। এর পর থেকে অসুস্থ হয়ে পড়েন।