না ফেরার দেশে গিটারিস্ট মার্ক শিহান

আইকোনিক ফোকাস ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন আইরিশ রক ব্যান্ড দ্য স্ক্রিপ্টের সহপ্রতিষ্ঠাতা ও গিটারিস্ট মার্ক শিহান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৬ বছর। শনিবার (১৫ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।

 

ওই প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরে তাকে হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ এপ্রিল) মার্ক শিহান শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরটি তার ব্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ব্যান্ডদলটির ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, গিটারিস্ট মার্ক শিহান একজন দারুণ স্বামী, বাবা, ভাই, ব্যান্ড সদস্য ও বন্ধু ছিলেন। ২০০১ সালে ভোকালিস্ট ড্যানি ও’ডনোগহিউ ও ড্রামার গ্লেন পাওয়ারের সঙ্গে যৌথভাবে ‘দ্য স্ক্রিপ্ট’ ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন মার্ক শিহান।

Leave a Reply

Translate »