আইকোনিক ফোকাস ডেস্কঃ দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে (১৭ আগস্ট) দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। এসেই হইচই ফেলে দিয়েছেন নায়ক। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ভক্তরা হাজির হন। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান।
এক পর্যায়ে সেই কথপোকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেন। শুধু তাই নয়, রানা সরকার ক্যাপশনে লেখেন, আর পারল না মিথ্যেগুলো সামলাতে ,আমাকে ব্লক করে দিলো জয়জিৎ ব্যানার্জী, আমি চ্যালেঞ্জ করলাম পালিয়ে গেল। ওনার পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছেন, কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। তারপরও বড় বড় কথা, আজব লোক। স্ক্রিনশটগুলো থাকল আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এইসব মিথ্যাবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ, কী করে বাংলা সিনেমার ভালো হবে?
তবে এ বিষয়ে বাংলাদেশের গণমাধ্যম থেকে প্রশ্ন করলে রানা সরকার এ প্রসঙ্গে বলেন, এ ঘটনা তো অনেক আগের। চার-পাঁচ বছর আগের। শাকিব খান যখন কলকাতায় নিয়মিত কাজ করছিলেন। এটা আমাদের এখানকার সবাই জানে, প্রমাণের তো কিছু নেই। ও রকম প্রমাণ তো দেখানো সম্ভব নয়। এখন কেউ যদি অস্বীকার করে, তা তো কিছু করার নেই।
কিন্তু শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে বলেন, ‘একেবারে ভুয়া খবর এটা। কলকাতার রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কারও সঙ্গে কোনো পরিচয় নেই আমার।