নাটকের মানুষেরাও সিনেমায় কাজ করতে পারে

আইকোনিক ফোকাস ডেস্কঃ  টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মডেলিং থেকে ছোট পর্দায় পদার্পন। ইতোমধ্যে অভিনয় জীবনে পার করেছেন ২০ বছর। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক সময়ই নানান চাপ নিতে হয় তাকে। তবে চাপ অনুভব করলে কাজ করাটা আর হয় না।

 

তাই চাপাচাপিতে একদমই বিশ্বাসী নন নিশো। কোনো কাজ শেষ করার পর চাপটা অনুভব করাটা বুদ্ধিমানের কাজ নয় বলে মনে করেন নিশো। সোমবার (২৬ জুন) গুলশানের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই অভিনেতা।

 

নিশো বলেন, যখন মডেলিং থেকে অভিনয়ে আসি তখন কি পর্দায় আর কোনো নায়ক ছিল না? নায়ক শূণ্য পদে তো আর আমার পদার্পন হবে না, এটা কখনও সম্ভবও না। কেউ তো আর আমার জন্য রাস্তা ছেড়ে দেবে না। অভিনেতা আরও বলেন, দীর্ঘ ২০ বছরে একটা বিশাল অভিজ্ঞতা অর্জন হয়েছে আমার। মডেল হিসাবে কাজ করার সময় সবাই বলতো মডেলরা অভিনয় করতে পারে না। সেটা প্রমান করতে করতে ২০ বছর পার করেছেন তিনি।

 

অভিনেতার গুরু শ্রদ্ধেয় হুমায়ূন ফরীদি সব মাধ্যমেই কাজ করেছেন তাই নিশো মনে করেন, নাটকের মানুষেরাও সিনেমায় কাজ করতে পারে।

Leave a Reply

Translate »