আইকোনিক ফোকাস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে এটিই বিরাট কোহলির শেষ আসর। আইপিএলের দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খেলা শুরুর আগেই এ ঘোষণা দিয়েছেন কোহলি। তবে অধিনায়ক হিসেবে না থাকলেও, ক্যারিয়ারের বাকি সময় ব্যাঙ্গালুরুতেই খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। টুর্নামেন্টের প্রতিটি আসরে নির্দিষ্ট একটি দলের হয়ে খেলা একমাত্র ক্রিকেটার তিনি। এবার তার সামনে অপেক্ষা করছে নতুন মাইলফলক। আজ (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামলেই গড়বেন সেই রেকর্ড।
টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত চারজন খেলোয়াড় খেলেছেন দুইশর বেশি ম্যাচ। তবে প্রথম খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট কোনো দলের হয়ে দুইশ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন কোহলি। সোমবার কলকাতার বিপক্ষে ম্যাচটিই তার আইপিএলের ক্যারিয়ারের দুইশতম ম্যাচ। যার সবকয়টিই খেলেছেন ব্যাঙ্গালুরুর হয়ে।