কোনো কিছুর সঙ্গে ধাক্কা সামলাতে পদ্মা নদীতে চলাচল করা ফেরির সামনে ও পেছনে রাবারের পেন্ডার (রাবারের আস্তর) লাগানো হচ্ছে।
পেন্ডার লাগাতে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।
পদ্মা সেতুতে পরপর কয়েকবার ফেরির ধাক্কা লাগার পর বিআইডব্লিউটিসি এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা ফেরিতে রাবারের পেন্ডার লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা ফেরির সামনে ও পেছনে লাগানো হবে। এটা লাগানোর কারণ, ফেরি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগলে, সেটা যাতে অ্যাবজর্ব হয়।’
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আরও বলেন, ‘বিশেষজ্ঞরা ফেরিতে পেন্ডার লাগানোর বিষয়ে মতামত দিয়েছেন। আমরাও বিষয়টি নিয়ে স্টাডি করছি।’