দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অভিনেতা সাদেক বাচ্চু

আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। যিনি অভিনয়ের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য মাত্রায়। নিয়মিত অভিনয়ের পাশাপাশি ডাক বিভাগের সাবেক কর্মকর্তাও ছিলেন। মূলত, ভিলেন রূপেই তাকে বেশি দেখা গেছে সিনেমার রঙিন পর্দায়। জনপ্রিয় এই অভিনেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বুধবার (১৪ সেপ্টেম্বর)। ২০২০ সালের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা-সর্বত্র দাপুটে বিচরণ ছিল সাদেক বাচ্চুর। তিনি ১৯৮৫ সালে ‘রামের সুমতি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক লাভ করেন। ১৯৭৪ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের ওপর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েকশ’ সিনেমায় ভিলেন চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

Leave a Reply

Translate »