আইকোনিক ফোকাস ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। পর্দার বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি নজর কাড়ে। এবার নারী স্বাধীনতা নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় একের পর এক প্রচলিত কথা স্মরণ করিয়ে দিলেন মিথিলা। সেসব কথা আজও সব অর্থে মেয়েদের ক্ষেত্রে সত্যি। মিথিলা বলেন, এখনও আমাদের সমাজে মেয়েরা মনে করেন ‘মেয়েদের মানিয়ে নিতেই হয়’ কিংবা ‘রাত করে বাসায় ফিরলে মার তো খাবেই’ অথবা ‘স্বামীর রাগই তো ভালোবাসা।’ ‘কী, গায়ে হাত তোলে? একটা থাপ্পড়ে কী হয়! টাকা-পয়সা তো দেয়’।
মিথিলা বোঝাতে চেয়েছেন ওই কথাগুলো যেন মেয়েদের জীবনগাঁথা। শহর থেকে শহরতলি এমনকি দেশ বা বিদেশ, এ কথাগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে মেয়েদের শেখানো হয়। একুশ শতকেও তার কোনো পরিবর্তন হয়নি।
একুশ শতকেও কী এই ধারা বদলাবে না? অবশ্যই বদলাবে। তারই ডাক দিয়েছেন মিথিলা। যুগ যুগ ধরে বলে আসা কথাগুলোর সঙ্গেই ছিল তার জোরালো প্রতিবাদ। মিথিলা বলেন, এসব কথা আমাদের সমাজে পারিবারিক নির্যাতনকে আরও যেন স্বাভাবিক করে তুলছে। আমি এ ধরনের সব কথা বর্জন করছি। একইভাবে তিনি সব মেয়ে এবং সমাজের সবাইকে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন।