আইকোনিক ফোকাস ডেস্কঃ রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় করোনায় বাবাকে হারিয়েছেন। দীর্ঘ দুই বছর তিনি বিরতি দিয়েছেন একক সঙ্গীতানুষ্ঠান থেকে। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনি গাইবেন। এ জন্য শনিবার (৫ মার্চ) বিকেল ৫টায় জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে তার একক সঙ্গীতসন্ধ্যার। অনুষ্ঠানটি আয়োজন করেছে ‘আমরা সূর্যমুখী’।
এ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘দীর্ঘ প্রায় দুই বছর আমরা করোনাতেই বন্দি ছিলাম। এর মাঝে আমি আমার বাবাকেও হারালাম। অনেকে নিকটাত্মীয়কে হারিয়েছেন। সব মিলিয়ে আবারও নতুন করে বাঁচার এক চেষ্টাই যেন এই উদ্যোগ।
এতে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, অ্যাডভোকেট শামসুল হক টুটু, আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন বাসস চেয়ারম্যান প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।