আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন-টি-টোয়ন্টি বিশ্বকাপ দলে থাকতে চান না। বুধবার ফেসবুক লাইভে বিষয়টি তিনি জানান।
এদিন অবসর নিয়েও কথা বলেন তামিন। লাইভে তামিম ইকবাল বলেন, আমি ক্লিয়ার করে দিই। আই এম নট রিটায়ারিং। আমি রিটায়ার করছি না। বাট প্রভাবলি ওয়ার্ল্ড কাপটি আমার খেলা হবে না। আমার কাছে মনে হয়েছে ইটস অ্যা ফেয়ার ডিসিশন। আমার কাছে মনে হয়, ইয়াং যারা ওপেন করছে ওদের সুযোগ পাওয়া উচিত। আমি এটাও মনে করি তারা আমার চেয়ে বেশি সার্ভিস দিতে পারবে টিমকে।
লাইভে টি-টোয়েন্টির বিশ্বকাপ দলে থাকতে না চাওয়ার বিষয়ে তামিম বলেন, আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না ফেয়ার হবে তাদের প্রতি, যদি হঠাৎ করে এসে আমি তাদের জায়গাটা নিয়ে নিই।
তিনি আরও বলেন, হয়তো বা আমি বিশ্বকাপ দলে থাকতাম। আমি এটা জানি না।বাট এটা আমি মনে করি হয়তোবা আমি থাকতাম। বাট আমার কাছে মনে হয় না এটা ফেয়ার হতো।