আইকোনিক ফোকাস ডেস্কঃ অতীতের সেই পুরনো স্মৃতি মনে করে অশ্রুসিক্ত হলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেসব দিনের কথা বলেন আমির।
তিনি বলেন, আমার বাবা তাহির হোসেন একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তখন তার বয়স ছিল দশ। ঋণের দায়ে জর্জরিত ছিলেন আমার বাবা। এতে দিনের পর দিন পাওনাদারদের সঙ্গে ঝামেলা লেগেই থাকত। সেই সঙ্গে এ কারণে বাড়িতেও অশান্তির কোনো সীমা ছিল না। বাবা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার কথা মূল্যায়নই করতেন না পাওনাদাররা।
অশ্রুসিক্ত হয়ে তিনি আরও বলেন, সে সময় বাবাকে এমন সমস্যার মধ্যে দেখে কষ্ট হতো আমার। আমাদের অনেক টানাটানির সংসার ছিল। তবে কখনও স্কুলের বেতন দিতে দেরি করতেন না বাবা। আর বর্তমানে ডিজাইনার সব পোশাক পরি আমি। তখন একটা স্কুলের প্যান্টেই কেটে যেতো বছরের পর বছর।