আইকোনিক ফোকাস ডেস্কঃএএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশের বসুন্ধরা কিংস একেবারে শেষ মুহূর্তে ভিসা পেয়েছিল। এএফসির নিয়মানুযায়ী, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে ভেন্যুর শহরে উপস্থিত থাকতে হয়। অথচ কিংস ৪৮ ঘণ্টারও কম সময়ের আগে ভিসা পাওয়ায় খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত ভারতে গিয়ে পূর্ণাঙ্গ অনুশীলন না করেই খেলেছিল বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংস নানা প্রতিবন্ধকতায় অ্যাওয়ে ম্যাচ খেললেও মোহনবাগানকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। মোহনবাগানের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী কলকাতা থেকে বলেন, ‘আমাদের দলের সবার ভিসা, টিকিট প্রস্তুত। আগামীকাল ঢাকা রওনা হব আমরা।’ বসুন্ধরা কিংসও তাদের সফরসূচি সম্পর্কে অবগত।
আগামীকাল (রোববার) বিকেলে ঢাকায় পৌঁছাবে মোহনবাগান। পরদিন সন্ধ্যায় ম্যাচ ভেন্যুতে তাদের অনুশীলন করার কথা রয়েছে। ৭ নভেম্বর রাত ৮টায় কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচ। বসুন্ধরা কিংস ম্যাচের সময় এগিয়ে আনতে চাইলেও, এএফসি সম্প্রচার সুবিধার জন্য সময় পরিবর্তন করেনি।
এএফসি কাপের দক্ষিণ এশিয়ান গ্রুপ থেকে একটি দল পরবর্তী রাউন্ডে যাবে। ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। কিংস চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। পরবর্তী রাউন্ডে খেলতে হলে কিংসকে এই ম্যাচে পয়েন্ট পেতেই হবে। দুই দলের আগের লেগ ২-২ গোলে ড্র হয়েছিল।