আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ জয়ের সুযোগ দুই দলেরই আছে। দেশের বাইরে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে আবার বাস্তবতা বলছে, সিরিজ ড্র করে ফিরতে পারলেও সেটা বিবেচিত হবে বড় সাফল্য হিসেবে। দলের সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতার পর এই ফলাফলও তো অভাবনীয়!
তবে এমন ভাবনার সঙ্গে তাল মেলাতেই আপত্তি ডমিঙ্গোর। দ্বিতীয় টেস্টে ড্রয়ের মানসিকতা থেকে বের হয়ে এসে কাঙ্খিত জয় ছিনিয়ে আনতে চায় গুরু রাসেল ডমিঙ্গো।
আজ বাংলাদেশ সময় সকাল ১০:৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামে টাইগাররা। প্রথম ম্যাচের মত এবারও বিদ্ধংশী বোলিং একশনে তাসকিন। ম্যাচের দ্বিতীয় ওভারেই এলবিডব্লিউর দুটি আবেদন। তাসকিন, আবু জায়েদ চৌধুরি, শরিফুল ইসলামরা বেশ কবারই বিপাকে ফেললেন দুই লঙ্কান ওপেনারকে। তবে এখন পর্যন্ত ধরা দেয়নি কাঙ্ক্ষিত প্রথম ব্রেক থ্রু।
প্রথম টেস্টে থাকলেও এই ম্যাচের উইকেটে নেই ঘাস। ম্যাচের শুরুতে তাই উইকেট আরও বেশি ব্যাটিং সহায়ক। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানাতে খুব দেরি হয়নি করুনারত্নের।
বাংলাদেশের পেসাররা দারুণ বল করেন শুরু থেকেই। আগের টেস্টের ধারাবাহিকতা এখানেও বয়ে আনেন তাসকিন। গতির পাশাপাশি খানিকটা সুইংও পান তিনি। আবু জায়েদ বজায় রাখেন লাইন-লেংথ।
তাসকিন ও আবু জায়েদের প্রথম বোলিং বিশ্লেষণ একটা সময় ছিল হুবুহু এক, ৪-১-৫-০।
অভিষিক্ত ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুলও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন। শ্রীলঙ্কার দুই বাঁহাতি ওপেনারকে বাড়তি ভাবনা দিতে ইনিংসের চার ওভারের পরই মেহেদী হাসান মিরাজের অফ স্পিন খানিকটা বাজিয়ে দেখেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। প্রথম ঘণ্টার একমাত্র বাউন্ডারি এসেছে তার বলেই।