আইকোনিক ফোকাস ডেস্কঃ রাজধানীতে ক্রমশ বাড়ছে ডেংগু পরিস্থিতি । যা সামাল দিতে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছে। প্রতিদিনই ডেংগু আক্রান্ত রোগী বাড়ছে হাসপাতাল গুলোতে।
সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালে তিনি মারা যান।
আরও পড়ুন ঃ ইন্দোনেশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ
আজ মঙ্গলবার এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং একইসাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করা হয়েছে ।
ডা. আলমিনা দেওয়ান মিশু ময়মনসিংহ মেডিক্যালের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।
এদিকে সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৭৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।