আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে লড়াই করে বিজয়ী হয়ে উড়তে চেয়েছিলেন নায়িকা পরীমণি। কিন্তু সেটি আর হল না, ভোটের মাঠেই ডানা ভেঙে গেল তার। নির্বাচনে হেরে গেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। তিনি পেয়েছেন মাত্র ৭৯ ভোট।
শিল্পী সমিতির নির্বাচনে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। তবে পরীমণিকে প্রচারণায় নামতে দেখা যায়নি। নির্বাচনকে ঘিরে বিএফডিসি সরগরম থাকলেও সেখানে একবারও দেখা মেলেনি তার।
পরীমণি শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েও ভোট দেননি, এমনকি ভোটকেন্দ্রেও আসেননি তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।হারুন বলেন, ‘যতদূর জানি, পরীমণি শারীরিক অসুস্থ। যে কারণে প্রার্থী হয়েও ভোট দিতে আসতে পারেননি।’
বিষয়টির কারণ জানতে চাওয়া হলে পরীমণি গণমাধ্যমকে জানান, এফডিসির স্বাস্থ্য-পরিবেশ দেখে সেখানে যাওয়ার ইচ্ছে হয়নি তার। তার ভাষায়, ‘ছবি বা ভিডিওর সবখানে দেখলাম, কেউ-ই মাস্ক পরেননি। এটা তো অন্তত মেইনটেইন করা উচিত ছিল। আমি একজন সন্তানসম্ভবা হয়ে এতটা অসচেতন হতে পারি না, তাই না?’