আইকোনিক ফোকাস ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের জন্মদিন ছিল শনিবার ৮ জানুয়ারি। এ দিন ৩২ বছরে পা দিয়েছেন নায়িকা। ফলে আগের দিন মাঝরাত থেকেই শুরু হয় বিশেষ দিনের উদযাপন। যদিও করোনার কারণে তা ছিল খুব সীমিত।






এদিন নুসরাতের জন্য এসেছিল সাদা রঙের টু টায়ার কেক। তাতে লেখা ‘হ্যাপি বার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত। প্রসঙ্গত, নুসরাতকে পরিবার ‘নয়না’ নামেই ডাকে। এদিন মেকআপ ছাড়াই দেখা মেলে তার। গালে হাত দিয়ে পোজ দেন তিনি। তবে এখানেও নিজের ‘ঠোঁট’ নিয়ে ট্রলের শিকার হন নায়িকা।






নুসরাতকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানান যশও। মধ্যরাতেই বউকে বার্থ ডে উইশ করে দেন তিনি। গোয়া সমুদ্রের পাড়ে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন যশ।






সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, এবারের জন্মদিনের উপহার তিনি আগেই পেয়ে গিয়েছেন। আর যা তার কাছে সবচেয়ে সেরা। সেটা হলো ছেলে ঈশান।