আইকোনিক ফোকাস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিংডে টেস্টে শূন্য রানের ব্যবধানে দুই উইকেট হারিয়েছে ভারত। লুঙ্গি এনগিডির পরপর দুই বলে সাজঘরে ফেরেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও তিনে ব্যাটিংয়ে নামা চেতেশ্বর পুজারা।






রোববার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। উদ্বোধনীতে ১১৭ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল।






এরপর ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি। তার গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। তার আগে ৯টি চারের সাহাযে ৬০ রান করেন তিনি। এরপর উইকেটে নেমে কিছু বুঝে ওঠার আগেই বিভ্রান্ত হন চেতেশ্বর পুজারা। ক্যাচ তুলে দিয়ে শূন্যরানে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।