টিকটকে ভিডিও বানানো এবং শেয়ার করা এখনকার জেনারেশনের কাছে নতুন ফ্যাশন। অ্যাপটিতে মজার ভিডিও থেকে শুরু করে বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামকেও পেছনে ফেলে দিয়েছে চীনা মিউজিক ভিডিও বানানো ও শেয়ার করার প্ল্যাটফর্মটি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬ কোটিবার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ।
আশ্চর্যের কথা হচ্ছে, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও গোপনে টিকটকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন। জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট যে নামে, সে নামেই টিকটকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে এটিকে এখনো ভেরিফায়েড করা হয়নি। মার্কিন গণমাধ্যম বাজফিডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অ্যাকাউন্টটির সঙ্গে জাকারবার্গের ভেরিফায়েড ইনস্টাগ্রাম যুক্ত। এখনো কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তবে ৬৩ জনকে জাকারবার্গ ফলো করেছেন। টিকটকে জাকারবার্গের ফলোয়ার সংখ্যাও পাঁচ হাজারের কাছাকাছি।
ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের সিলিকন ভ্যালিতে ইতিমধ্যে অফিস খুলেছে চীনা স্টার্টআপ টিকটক। ফেসবুকের কার্যালয়ের কাছাকাছি অফিস নিয়ে ফেসবুকের কর্মীদের ভাগিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগও উঠছে টিকটকের নির্মাতা বাইটড্যান্সের বিরুদ্ধে। ইতিমধ্যে ফেসবুকের বেশ কয়েকজন কর্মী টিকটকে যোগ দিয়েছেন। ফেসবুকের চেয়েও বেশি বেতনের অফার দিচ্ছে টিকটক।