টাইগার সাকিবের শিকারী চোখ

আইকোনিক ফোকাস ডেস্কঃ ২০০৭ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বমঞ্চে প্রথমবার মাঠে নেমেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। এরপরে ১৫ বছর কেটে যায় টাইগারদের এই ফরম্যাটের বিশ্বকাপে দ্বিতীয় কোনো জয় পেতে।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর জিম্বাবুয়েকেও আজ (৩০ অক্টোবর) বিশ্বকাপের মঞ্চে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে এবং বল হাতে তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান দারুণ ঝলক দেখিয়েছে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য সবচেয়ে বড় নায়ক নিশ্চয়ই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট হাতে এদিন ২০ বলে ২৩ রান করতে পারেন সাকিব। বল হাতে ৪ ওভারে হজম করেন ৩৪ রান। সাকিবের পারফরম্যান্স বিবেচনায় দিনটি খারাপই গেছে বলা যায়। কিন্তু অধিনায়ক সাকিব ফিল্ডিংয়ে এদিন দুর্দান্ত ভূমিকা পালন করেন। মিড অনে দুর্দান্ত এক ক্যাচ নেওয়ার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া শন উইলিয়ামসের রান আউটও আসে সাকিবের হাত ধরে

Leave a Reply

Translate »