আইকোনিক ফোকাস ডেস্কঃ বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-২ সেটে জিতে পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে এ আসর শেষ করল মেয়েরা।
সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মালদ্বীপের কাছে প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে হারের পর দুই সেট বাংলাদেশ জিতে নেয় ২৫-২৩ ও ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে মেয়েরা ফের হেরে বসে ২৩-২৫ পয়েন্টে। পঞ্চম সেটে জমজমাট লড়াইয়ের পর বাংলাদেশ জিতে নেয় ১৭-১৫ পয়েন্টে।
নারী ভলিবল দলের কোচ মফিজুল ইসলাম বলেন, ‘আমরা অনুশীলনে খুব মনোযোগী ছিলাম। মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। তাদের পারফরম্যান্সে আমি খুশি। এখন সামনের দিনগুলোতে এই অনুশীলনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।
অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা মালদ্বীপের বিপক্ষে এই প্রথম জয় পেয়েছি। এটা দলীয় সমন্বয়ের ফলেই পেয়েছি। এই জয়কে ধরে রাখতে হলে আমাদের দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার। পঞ্চম সেটে আমরা কিছুটা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলাতে পেরেছি।